রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

জুড়ীকে দুর্নীতিমুক্ত উপজেলা ঘোষণা করলেন পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন
জুড়ী প্রতিনিধি

জুড়ী প্রতিনিধি



বিজ্ঞাপন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি মৌলভীবাজারের জুড়ী উপজেলাকে দুর্নীতিমুক্ত উপজেলা ঘোষণা করছেন।

শুক্রবার সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য এ ঘোষণা দেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন। দেশকে দুর্নীতিমুক্ত উন্নত দেশে পরিণত করতে প্রশাসনিক কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা থাকতে হবে। নিজেরা দুর্নীতিমুক্ত থেকে সততার সাথে কাজ করে যেতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

বন বিভাগের কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে বলেন, আপনাদের সবার আগে দুর্নীতিমুক্তর দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলশান আরা মিলি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ, সালেহ উদ্দিন আহমদ, শাহাব উদ্দিন লেমন, শ্রীকান্ত দাস, মিলাদ চৌধুরী, জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার। এছাড়া প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

এর আগে পরিবেশ ও বনমন্ত্রী উপজেলার শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রদত্ত কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।