বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র অন্যতম সদস্য কয়েছ আহমদ যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ায় ক্লাবের উদ্যোগে এক ডিনার পার্টির আয়োজন করা হয়। গত মঙ্গলবার স্থানীয় একটি রেস্টুরেন্টে ক্লাবের সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মোমিন বেলালের পরিচলায় অনুষ্ঠিত ডিনার পার্টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা এমএ রহিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা শাহাব উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা আবু আহমদ, ইউনুস মিয়া, সোহরাব হোসেন, শাহাব আহমদ, ক্লাবের সদস্য রুকন আহমদ, কাজল সরকার, এলাই আহমদ, সিরাজ উদ্দিন, হুমায়ুন কবির, নজরুল ইসলাম, এনাম উদ্দিন, নাজমুল হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে মৌলভীবাজার-১ আসন থেকে নির্বাচিত মো. শাহাব উদ্দিনকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এবং ক্লাবের পক্ষ থেকে শাহাব উদ্দিনকে অভিনন্দন জানানো হয়।