মৌলভীবাজারের জুড়ীতে বালু বোঝাই ট্রাকসহ একটি স্টিলের সেতু ভেঙে গিয়ে জুড়ী-লাঠিটিলা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার ভোরে উপজেলার জুড়ী-লাঠিটিলা সড়কের নয়াবাজারস্থ সেতুটি ভেঙে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, জুড়ী-লাঠিটিলা সড়ক উন্নয়ন কাজ চলছে। এ সড়কের কাজের জন্য শনিবার ভোরে বড় একটি ট্রাক বালু নিয়ে কচুরগুল এলাকায় যাওয়ার সময় সেতুর উপর উঠামাত্র সেতুটি ভেঙে গিয়ে ট্রাকসহ খালে পড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
এ ঘটনায় জুড়ী-লাঠিটিলা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এ সড়কে চলাচলকারী লোকজন ভোগান্তিতে পড়েন। বিকল্প সড়কে ছোট যানবাহন চলাচল করলেও অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।
এ বিষয়ে সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (সড়ক শাখা, জুড়ী) সহদেব সূত্রধর বলেন, ট্রাকটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সেই সাথে এখানে স্থায়ীভাবে সেতু নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে।