শ্রীমঙ্গল উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় সিলেটগামী জালালাবাদ ট্রেন থেকে পড়ে গিয়ে মো. সোহেল মিয়া (২২) নামের এক যুবকের দু’টি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোহেল মিয়া মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার পশ্চিম কাশনিজগাও গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, ৩ জানুয়ারি বৃহস্পতিবার সকালে লাউয়াছড়া রেল ক্রসিং থেকে ৭০০ গজ দূরে সিলেটগামী জালালাবাদ ট্রেন থেকে পড়ে গিয়ে দু’পা কাটা পড়ে যায়।
পরে ট্যুরিস্ট পুলিশকে খবর দিলে পুলিশ সদস্যরা সোহেল মিয়াকে উদ্ধার করে রেলওয়ে থানা ও কমলগঞ্জ থানার সমম্বয়ে চিকিৎসার জন্য মৌলভীবাজার স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানা অফিসার ইনচার্জ মো. আলীম উদ্দীন জানান, সোহেল মিয়া আখাউড়া থেকে সিলেটগামী জালালাবাদ ট্রেন যোগে তাঁর বাড়ি যাবার পথে লাউয়াছড়ায় সকাল সাড়ে ১০ টার দিকে ট্রেন থেকে পড়ে তার ২টি পা ট্রেনে কাটা পরে। খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।