গোলাপগঞ্জে এহিয়া আহমদ চৌধুরী স্মৃতি ষোড়শ জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। বুধবার এহিয়া ট্রাস্টের সেক্রেটারি শাহেদ আহমদ চৌধুরী স্বাক্ষরিত বৃত্তির ফলাফলে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মো. মুশাইদুল ইসলাম অর্ণব (রোল- ৫১৮), দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে সরকারি এমসি একাডেমীর নিশাত নাসনিম নওশীন (রোল- ৫৫৩) ও অর্পিতা দেব নাথ (রোল- ৫৫৪)। মেধা বৃত্তি প্রাপ্ত ৪র্থ থেকে ১০ম স্থান অধিকারকারী বাকী ৭ জনের রোল হচ্ছে যথাক্রমে ৫৫৫, ৫১৯, ৫২০, ৫৫২, ৫৭২, ৫৫৯, ৫১৪।
স্কুল কোটায় বৃত্তি প্রাপ্ত ১৭ জনের রোল নম্বর হচ্ছে- ৫০২, ৫০৭, ৫২৬, ৫৩২, ৫৪১, ৫৪৩, ৫৮২, ৫৯০, ৫৯৭, ৬০২, ৬১১, ৬১৭, ৬২৩, ৬২৪, ৬৩১, ৬৩৮, ৬৪৭।
বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের জানুয়ারিতে আনুষ্ঠানিক ভাবে বৃত্তির নগদ অর্থ, ক্রেন্ট ও সনদ প্রদান করা হবে।
এদিকে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন এহিয়া ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চৌধুরী বখতিয়ার এহিয়া রেহেল ও এহিয়া আহমদ চৌধুরী স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী।