সিলেট মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য নাসিম হোসাইনকে ছেড়ে দিয়েছে পুলিশ। আটকের প্রায় তিন ঘন্টা পর শনিবার রাত পৌনে তিনটার দিকে পুলিশ তাকে ছেড়ে দেয়।
এর আগে শনিবার রাত ১২টার দিকে জানিমে থাকা নাসিম হোসাইনকে তার তাঁতীপাড়াস্থ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে ওসি সেলিম মিয়া বলেছিলেন, নাসিম হোসাইন দাবি করেছেন তিনি জামিনে আছেন। তবে আমরা এসংক্রান্ত কোনো কাগজ পাইনি। তিনি জামিনের কাগজ দেখাতে পারলে আমরা তাকে ছেড়ে দেবো।
নাসিম হোসাইনকে ছেড়ে দেওয়া বিষয়ে আজ সকালে ওসি সেলিম মিয়া জানান, নাসিম হোসাইন হাই কোর্টের জামিনে আছেন। কাগজপত্র চেক করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।