সিলেটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। ২০ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরের টিলাগড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সরকারবিরোধী লিফলেট বিতরণকালে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক লিফলেট জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।