আওয়ামী লীগে যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী।
১৯ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ তথ্য নিশ্চিত করেছেন।
ইনাম আহমদ চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন। এ আসনে দলের প্রাথমিক মনোনয়ন পেয়ে তিনি ভোটের মাঠে নামলেও তাকে চূড়ান্ত মনোনয়ন পাননি তিনি।
ইনাম আহমদ চৌধুরীর গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। ১৯৩৭ সালের তিনি জন্মগ্রহণ করেন। তাঁর বাবা প্রখ্যাত প্রশাসক এবং ক্রীড়া সংগঠক মরহুম গিয়াসউদ্দিন আহমদ চৌধুরী এবং মা রফিকুনন্নেছা খাতুন চৌধুরী।