বুধবার, ১২ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

মৌলভীবাজার-৪: বৃষ্টি মাথায় নিয়ে প্রার্থীদের বিরামহীন প্রচারণা



বিজ্ঞাপন

শিমুল তরফদার, শ্রীমঙ্গল:
গত সোমবার ভোর রাতেই হঠাৎ করে বৃষ্টি নামলো। থামলো দীর্ঘ সময়ের জন্য দুপুর থেকেই আবারো গুড়ি গুড়ি বৃষ্টি। আবারো মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা অব্দি আকাশে থেকে বৃষ্টি পড়া থামেনি একটু সময়ের জন্য। সেই বৃষ্টিতে প্রার্থীদের লাগানো দড়ি থেকে খসে পড়লো সব পোস্টার।

বুধবার মেঘলা বৃষ্টি না হলেও সারাদিন মেঘলা আকাশে ছিলো। বৃষ্টিতে শহর গ্রামে এখন দড়িতে ঝুলানো পোস্টার নেই বললেই চলে। তবে এই গুড়ি গুড়ি বৃষ্টি, মেঘলা আকাশ থামাতে পারেনি প্রার্থীদের প্রচারণা।

বৃষ্টি মাথায় নিয়ে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে প্রার্থীরা বেরিয়ে পড়েছেন শহর থেকে গ্রামে। বাড়ি বাড়ি গিয়ে প্রার্থী ও সমর্থকেরা বিভিন্ন আশ্বাস দিয়ে নিজ দলের প্রার্থীর জন্য ভোট চাইছেন। মাইকিং চলছে ঠিক সময় থেকেই।

এ আসনে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর প্রচারণাই সবচেয়ে বেশী।

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মামুন আহমেদ জানান, মঙ্গলবার বৃষ্টি উপেক্ষা করে শ্রীমঙ্গল উপজেলার সাঁতগাও ইউনিয়নের বিভিন্ন চা বাগানে দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠে নেমেছেন নৌকার প্রার্থী আব্দুস শহীদ এমপি। বুধবার কমলগঞ্জের বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক, পথসভা ও ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চেয়েছেন তিনি।

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরুর আলম সিদ্দিকী বলেন, বিএনপি প্রার্থী মুজিবুর রহমান মঙ্গলবার গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেও শ্রীমঙ্গল সিন্দুরখাঁন, সোনাছড়া চা বাগান ও শহরের পুর্বাশা এলাকায় প্রচারণা চালিয়েছেন। বুধবারও উপজেলায় প্রচারণা চালাচ্ছেন তিনি।