সিলেট-৬ আসনে বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর নেতৃত্বে বিয়ানীবাজার পৌরশহরে ধানের শীষের বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ২টার দিকে অনুষ্ঠিত শোডাউনে জনতার ঢল নামে।
শোডাউন শেষে শহরের দক্ষিণবাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় ফয়সল আহমদ চৌধুরী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দেশবাসী জোটবদ্ধ হয়েছেন। আর এবার নির্বাচনে বিজয়ী হয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার পাশাপাশি কারান্তরীণ বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। তিনি ভোটকেন্দ্র পাহারা দেয়ার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুতুল, সহ সভাপতি আতাউর রহমান, দেলওয়ার হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ, ছাত্রদল সভাপতি ফয়েজ আহমদ, সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, নেতা রাজন আহমদ, ফয়েজ আহমদ, আয়নুল আবেদিন, এনামুল ইসলাম, আহসান জামিল, টিপু রানা, সাহেদ আহমদ, জাবের আহমদ, আক্তার হোসেন লিমন প্রমুখ।