বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বিয়ানীবাজারে ‘মানবতার দেয়াল’
নিজস্ব প্রতিবেদক, বিয়ানীবাজার:

নিজস্ব প্রতিবেদক, বিয়ানীবাজার:



বিজ্ঞাপন

বিয়ানীবাজার উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিশ্রুতি’র উদ্যোগে পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পৌর শহরের বাসভবনস্থ দেয়ালে ‘মানবতার দেয়াল’ স্থাপন করা হয়েছে। দেয়ালটির একপাশে ‘আপনার প্রয়োজনীয় জিনিসটি নিয়ে যান’ অপরপাশে ‘আপনার অপ্রয়োজনীয় জিসিনটি রেখে যান’ এবং নিচের দিকে ‘দিতে গর্ববোধ করবেন না, আর নিতে লজ্জাবোধ করবেন না’- শীর্ষক স্লোগানগুলোই জানিয়ে দিচ্ছে এর কার্যক্রমের উদ্দেশ্য।

১৪ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টায় ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়রাম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দল হাছিব জীবন ও সমাজসেবী সামু চৌধুরী।

এ সময় আগত অতিথিরা স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিশ্রুতি’র এ মহতী উদ্যোগকে স্বাগত জানান। এছাড়াও আগামীতে প্রতিশ্রুতি’র স্বেচ্ছাসেবামূলক সকল কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিশ্রুতি’র পরিচালক সৈয়দ খালেদ আহমদ, কার্যকরী পরিষদ সদস্য জাফর আহমদ, শহিদুল ইসলাম সাজু, শফিউল আলম সাকের, আবু সুফিয়ান, সাজু মিয়া, আতাউর রহমান, তানভীর আহমদ, শাহাদত হোসেন জয়, আব্দুল কাইয়ুম মিয়াদসহ সংগঠনের সদস্যবৃন্দ।

এ বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিশ্রুতি’র পরিচালক সৈয়দ খালেদ আহমদ বলেন, আমাদের অব্যবহৃত অপ্রয়োজনীয় পোশাকটি যদি আমরা আমাদের এই দেয়ালে টানিয়ে যাই, তবে আমাদের ওই অপ্রয়োজনীয় পোশাকটি কারো না কারো প্রয়োজন মেটাতে পারে। এই পোশাকটি নিয়ে ব্যবহারের মাধ্যমে মেটাতে পারে তার তাৎক্ষণিক প্রয়োজন। এ দৃষ্টিভঙ্গি থেকেই ‘মানবতার দেয়াল’ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।