রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

ড. মোমেনের পক্ষে কাজ করতে সিলেট এসেছেন দু’শতাধিক প্রবাসী
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে অংশ নিতে দু’শতাধিক প্রবাসী সিলেটে এসেছেন। দেশে অবস্থানকালে সিলেট-১ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী, সাবেক রাষ্ট্রদূত ড. এ.কে আব্দুল মোমেনসহ সিলেট অঞ্চলের মহাজোটের অন্য প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেবেন তারা।

জীবন-জীবিকার টানে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা সব সময়ই মাতৃভূমির কল্যাণে এগিয়ে আসেন। প্রবাসে থেকেও তারা দেশের রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে বিভিন্ন সংগঠনের ব্যানারে ঐক্যবদ্ধ প্রবাসীরা সর্বদা সম্পৃক্ত ও সোচ্চার থাকেন। মহান মুক্তিযুদ্ধসহ দেশের ঐতিহাসিক সকল অর্জনেই প্রবাসীরা বিশেষ অবদান রেখেছেন।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বিগত কয়েক দিনে সিলেটে এসেছেন দু’শতাধিক প্রবাসী। এমনটি জানিয়েছে সিলেটে আওয়ামী লীগের প্রচার সেলের সদস্যরা।

সিলেট-১ আসনে মহাজোট মনোনীত প্রার্থী ড. এ.কে আব্দুল মোমেন মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে রাষ্ট্রদূত ও জাতিসংঘের প্রতিনিধি হয়ে দীর্ঘদিন কাজ করার সুবাদে প্রবাসীদের কল্যাণে বিশেষ অবদান রেখেছেন। ফলে বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে ড. মোমেনের সুসম্পর্ক গড়ে ওঠে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আহ্বানে রাজনৈতিক কারণে নিউইয়র্কে টানা ৬ বছর জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শেষে দেশে ফেরেন। এরপর যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা ড. মোমেনকে সমর্থন ও সহযোগিতা প্রদানের লক্ষে গঠন করেন ‘ড. মোমেন সমর্থক ফোরাম, যুক্তরাষ্ট্র’।

ড. মোমেনের মিডিয়া সেলের অন্যতম সদস্য মকসুদ আহমদ জানান, বৃহস্পতিবার ড. মোমেন সমর্থক ফোরাম, যুক্তরাষ্ট্রের নেতা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইরিন পারভীন, বাংলাদেশ সোসাইটি যুক্তরাষ্ট্রের সাবেক সাধারণ সম্পাদক রানা ফেরদৌস চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক শেখ জামাল হোসাইন, যুগ্ম আহ্বায়ক ইফজাল আহমদ চৌধুরীসহ বিভিন্ন গ্রুপে অর্ধশতাধিক যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেটে পৌঁছেছেন।

এছাড়াও বাহরাইন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অর্ধশতাধিক প্রবাসী দেশে এসেছেন মহাজোট মনোনীত প্রার্থীদের পক্ষে প্রচারকাজে অংশ নিতে।

এ ব্যাপারে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুক্তরাজ্য থেকে আমরা শতাধিক প্রবাসী নেতাকর্মী দেশে এসেছি। সিলেট অঞ্চলের বিভিন্ন আসনে মহাজোট মনোনীত প্রার্থীদের পক্ষে প্রচারকাজে অংশ নিচ্ছি। দেশের নির্বাচনী উৎসবে অংশ নিতে মাতৃভূমির টানে সুদূর প্রবাস থেকে আমরা দেশে এসেছি। আমরা প্রবাসীরা দেশ ও জাতির শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি চাই। বহির্বিশ্বে বাংলাদেশকে মর্যাদাপূর্ণ আসনে দেখতে চাই।

যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি তরুণ সংগঠক ড. মোমেন সমর্থক ফোরাম, যুক্তরাষ্ট্রের অন্যতম সদস্য ইফজাল আহমদ চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসীদের পরম বন্ধু ড. এ.কে আব্দুল মোমেন। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসীসহ বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের স্বার্থ রক্ষায় সদা জাগ্রত। আমরা অনেক যুক্তরাষ্ট্র প্রবাসী দেশে এসেছি এবং আরও অনেকেই আসছেন। বিশেষ করে প্রবাসীদের প্রতি ড. মোমেনের ভালোবাসার প্রতিদান দিতে। আমরা যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে সিলেটবাসীর কাছে আবেদন জানাচ্ছি- ড. এ.কে আব্দুল মোমেনের মতো একজন খাঁটি দেশপ্রেমিক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য। এতে আন্তর্জাতিক বিশ্বে সিলেটসহ বাংলাদেশের মুখ আরও উজ্জল হবে।

বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের সংগঠক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাহরাইন শাখার সভাপতি মোহাম্মদ কায়েস আহমদ বলেন, আমাদের চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি আমার সহকর্মীদেরকে নিয়ে দেশে এসেছি আমাদের স্বজন ড. এ.কে মোমেন ও নৌকার পক্ষে কাজ করার জন্য।