কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ২০ দলীয় জোটের ধানের শীষ প্রতীকের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
মঙ্গলবার বিকাল ৩টায় কানাইঘাট উপজেলা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ২০ দলীয় জোটের সদস্য সচিব মাওলানা মুফতি এবাদুর রহমান, জমিয়তের দায়িত্বশীল নেতা মাওলানা কবির আহমদ, মাওলানা আব্দুল আহাদ আতিক, মাওলানা গিয়াছ উদ্দিনসহ বেশ কয়েকজন নেতাকর্মী।
এছাড়া কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, সাধারণ সম্পাদক মুমিন রশিদসহ স্থানীয় ও জাতীয় পত্রিকার প্রতিনিধিরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মাওলানা উবাদুল্লাহ ফারুক সিলেট-৫ আসনে নানা সমস্যার দিক তুলে ধরে বলেন তিনি নির্বাচিত হলে বিশেষ করে সুরমা কুশিয়ারা নদীর ভাঙ্গন রোধ, বেকার মানুষকে উৎপাদন মূখী করা ও শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হবে।
এরআর আগে মাওলানা উবায়দুল্লাহ ফারুক কানাইঘাট দারুল উলূম মাদ্রাসায় হযরত বায়মপুরী হুজুরের মাজার জিয়ারত করে ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন।