কুয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আলী আকবর নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। ৭ ডিসেম্বর সকালে দেশটির ফেরদৌস ৭ নম্বর ব্লক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলী আকবর ঘটনাস্থলেই মারা যায়।
নিহত আলী আকবর কুমিল্লা চাঁদপুরের এবাদ উল্ল্যার ছেলে।
আহতরা হলেন- কুমিল্লা, চাঁদপুরের খলিল মিয়া, টাঙ্গাইল সখিপুরের লোকমান মিয়া, গোলাম হোসেন বাকি ও একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
আহতরা স্থানীয় ফরওয়ানিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
তারা সবাই কুয়েত ন্যাশনাল কোম্পানিতে ক্লিনারের কাজ করতো। নিহত আলী আকবরের মরদেহ ফরওয়ানিয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কোম্পানি থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ দেশে পাঠানো হবে।