একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) বিএনপির দলীয় প্রার্থী হিসেবে বারাকা গ্রুপের চেয়ারম্যান ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সল আহমদ চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি।
৮ ডিসেম্বর শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কার্যালয় থেকে তাঁর প্রার্থিতার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন ফয়সল চৌধুরী নিজেই।
এ আসনে থেকে বিএনপির পাশাপাশি জামায়াতের প্রার্থী হাবিবুর রহমানকে মনোনয়ন দেয়া হলেও নির্বাচনের আগ মূহুর্তে জামায়াতকে বাদ দিয়ে বিএনপি তার দলীয় প্রার্থী হিসেবে ফয়সল চৌধুরীর নাম চূড়ান্তভাবে ঘোষণা করে। মহাজোটের প্রার্থী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের প্রতিদ্বন্দ্বিতা করবেন ফয়সল আহমদ চৌধুরী।
এ আসন থেকে ২০০৮ সালে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতের হাবিবুর রহমান নির্বাচনে নুরুল ইসলাম নাহিদের কাছে পরাজিত হন। এর আগে এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০০১ সালে ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া বিজয়ী হয়েছিলেন।
প্রসঙ্গত, পুনঃতফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে প্রার্থী ও তার সমর্থকরা নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা চালাতে পারবেন।