মুনজের আহমদ চৌধুরী:
এবাদুর রহমান চৌধুরী। লিলিপুটের গড় বিবেকের উচ্চতার দেশে ছ’ফুট উচ্চতার মানুষটিকে দেশবাসী জানেন একজন প্রাজ্ঞ রাজনীতিক হিসেবে। দুর্নীতি,স্বজনপ্রীতির বাইরে দাঁড়িয়ে ষাট বছর রাজনীতি করেছেন। অাশির দশকে প্রকাশিত সাপ্তাহিক জনদূত সম্পাদক। একজন কবি। সিলেট বিভাগ অান্দোলনের অন্যতম রূপকার। কমলগঞ্জে সমাজপতিদের ছুড়ে মারা পাথরে খুন হওয়া উনিশ শতকের অালোচিত নুরজাহান হত্যা মামলার প্রধান কৌশলী এই অসাম্প্রদায়িক মানুষটি।
সুপ্রিম কোর্টের বরেণ্য অাইনজীবি হিসেবে বর্ণাঢ্য ক্যারিয়ারও চাপা পড়ে গেছে রাজনীতির অর্জনে। নৌকার দুর্গ বড়লেখা থেকে চার বার নৌকার বিরুদ্ধে লড়ে এমপি হবার রেকর্ড অাপনারই। মন্ত্রীর মর্যাদায় জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। মন্ত্রীসভায় নিজ যোগ্যতায় জায়গা করেছিলেন। ৬৯ এর গনঅভ্যুত্থানে ঢাকার রাজপথে নেতৃত্ব দিয়েছেন। তাঁকে বাদ দিয়ে দিয়ে কখনো বৃহত্তর সিলেটের রাজনীতির ইতিহাস লেখা যাবে না। ব্যক্তিজীবনে যিনি একজন রুচিবান, সৎ ও নির্লোভ মানুষ। নন্দিত বক্তা।
দল-মতের উর্ধ্বে বড়লেখা-জুড়ীবাসীর শ্রদ্ধার জায়গাটুকু অাপনার অবর্তমানে বহুকাল হয়ত শূন্যই থাকবে। ভোটের রাজনীতিতে না থাকলেও অাপনি থাকবেন লাখো মানুষের অন্তরে ভালবাসায়। অাপনার প্রতি এ ভালবাসা বড়লেখা-জুড়ীবাসীর একজন দ্যার্থহীন অভিভাবকের প্রতি, অাবেগের,মমত্বের জায়গা থেকে। হাকালুকিপারে উন্নয়নের রাজনীতি, শিক্ষা বিস্তারে অাপনার ঐকান্তিক প্রয়াস বহুকাল খুব সাধারণ মানুষের বুকের ঘরে ভালবাসার অক্ষরে লেখা রবে। অারো অন্তত কিছুকাল সুস্থ শরীরে বেঁচে থাকুন; এই কামনা।
অাপনি এবার শারীরিক কারণে নির্বাচন না করবার ঘোষণা দিয়েছেন। অাপনার নামে চলা ফেসবুক পেজ থেকে এ খবরটি জানতে পারেন শুক্রবার ভোরে এলাকার মানুষ। কয়েক ঘন্টায় বড়লেখা-জুড়ীবাসীসহ প্রবাসেও অাপনার হাজারো অনুসারী অার সমর্থকদের মধ্যে মুহুর্তে নেমে অাসে নীরবতা। বড়লেখা থেকে সাংবাদিকরাও জানালেন, অাপনার এ ঘোষণায় অনুসারীরা এমনকি সাধারণ মানুষও কাঁদছেন। অামি উনার পেজটিতে ঢুকে লিংকটির নীচে কমেন্টগুলো পড়ি। এবং নতুন করে জানি, এ জনপদে এবাদুর রহমান চৌধুরী একজনই। অামাদের রাজনীতিতে এখনো তাঁর মতো নন্দিত নেতারা অাছেন, যারা নির্বাচনে না দাড়াঁলে এখনো সাধারণ মানুষ কাঁদে। কর্মীরা অশ্রুসিক্ত হয়। ভোটের মাঠ থেকে অাপনার প্রস্থান সেটা চোখে অাঙ্গুল দিয়ে দেখিয়ে গেল। সব রাজনীতিবিদরা একটা সময় বিদায় নেন। কিন্তু, মানুষের অন্তরের ভালবাসার অশ্রুজয়ী বিদায়ের সৌভাগ্য খুব কম মানুষের হয়।