জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ:
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে কে হচ্ছেন মহাজোটের প্রার্থী এ নিয়ে এখনো চলছে জল্পনা-কল্পনা। এ নিয়ে দ্বিধা দ্বন্দ্বে পড়েছেন মহাজোটের শরিকগুলোর স্থানীয় দায়িত্বশীলরা। এ আসনের বর্তমান সাংসদ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে ইতোমধ্যে দলীয় মনোয়ন দেওয়া হয়েছে। গত কয়েকদিন নিজ এলাকায় অবস্থান করে দল গোছানোর পাশাপাশি জনসংযোগ চালিয়ে যাচ্ছেন নাহিদ। অপরদিকে সদ্য বিকল্পধারায় যোগ দেওয়া সাবেক সচিব শমসের মবিন চৌধুরীও এ আসনে মহাজোটের মনোনয়ন দাবি করছেন। শিক্ষামন্ত্রীর পাশাপাশি মাঠে নেমেছেন শমসের মবিনও।
নিজের নির্বাচনী এলাকায় কুশল বিনিময়ের নামে জনসংযোগ চালিয়েছেন তিনি। দুই প্রার্থীই মাঠে সক্রিয় থাকায়, নাহিদ না শমসের- এই বিতর্ক আরও জোরালোভাবে দেখা দিয়েছে ভোটারদের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দশবছরে দলের তৃণমূল নেতাকর্মীদের সাথে দূরত্ব তৈরি হয় নাহিদের। দলের ভেতরে দেখা দেয় কোন্দল। নির্বাচনকে কেন্দ্র করে এই ক্ষুব্ধ নেতারা নাহিদের বিরুদ্ধে নেমেছেন। এছাড়া উন্নয়ন নিয়েও ওই এলাকার ভোটারদের মধ্যে ক্ষোভ রয়েছে। দলের বিভক্তির কারণে এবার সিলেট-৬ আসন থেকে আওয়ামী লীগেরই মনোনয়ন চেয়েছেন দলটির ১২ নেতা। দলের এমন নাজুক অবস্থার মধ্যে শমসের মবিনের আবির্ভাবে ভোটের লড়াইয়ের আগেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে নাহিদকে।
তবে দীর্ঘকাল বিএনপি করে আসা সাবেক সচিব শমসের মবিনও নৌকা প্রতীক নিয়ে এসে কতটুকু সুবিধা করতে পারবেন এ নিয়েও আলোচনা রয়েছে। ওই এলাকায় বাড়ি হলেও দীর্ঘকাল এলাকার সাথে যোগাযোগহীন শমসের। ভোটের সময়ে এসে এই দূরত্ব কতটুকু লাঘব করতে পারবেন তিনি তা নিয়েও প্রশ্ন রয়েছে।
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মহাজোটের মধ্যমণি হলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সিলেট-৬ আসনে মহাজোটের প্রার্থী থাকলেন আওয়ামী লীগের নীতিনির্ধারণী কমিটির এই সদস্য। গত ৫ ডিসেম্বর বুধবার রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নাহিদকেই এ আসনে মহাজোটের শেষ ভরসা হিসেবে বেছে নিয়েছেন। দলের উচ্চ পর্যায়ের একাধিক সূত্রে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে।
তবে এতোদিন আলোচনায় থাকা বিএনপি ত্যাগী বিকল্প ধারায় স্থান নেওয়া শমসের মবিনের কপাল পুড়ছে। এ নিয়ে বৃহস্পতিবার রাতে নীতিনির্ধারণী পর্যায়ে বৈঠকে সামিল হন শমসের মবিন। বৈঠকের বিষয়টি শমসের মবিন নিজেই নিশ্চিত করেছেন। তবে প্রার্থীতার ব্যাপারে কথা বলেননি তিনি।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের তথ্য মতে, এ আসনে ৩ লাখ ৭১ হাজার ৯০৩ ভোটারের মধ্যে পুরুষ ১ লাখ ৮৩ হাজার ৮৫৬ জন এবং নারী এক লাখ ৮৮ হাজার ৪৭ জন।
প্রসঙ্গত, পুনঃতফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে প্রার্থী ও তার সমর্থকরা নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা চালাতে পারবেন।