সিলেটের গোলাপগঞ্জে শাহিন আহমদ (১৯) নামে এক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টায় গোলাপগঞ্জ মডেল থানার এসআই আব্দুল লতিফ ও এসআই কাইয়ুমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ঘোষগাঁও থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শাহিন আহমদ উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের টিলাগাঁও ঘোষগাঁও গ্রামের শাহাব উদ্দিন ওরফে সাবুল মিয়ার পুত্র।
পুলিশ জানায়, শাহিন আহমদ (জিআর নং-৮৭) মাদক মামলার পলাতক আসামি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলী।