বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বিয়ানীবাজারে প্রতিপক্ষের হামলায় আহত কলেজছাত্রের মৃত্যু
বিয়ানীবাজার সংবাদদাতা

বিয়ানীবাজার সংবাদদাতা



বিজ্ঞাপন

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত বিয়ানীবাজার সরকারি কলেজের ছাত্র হোসাইন আহমদ (১৮) মারা গেছেন। ৫ ডিসেম্বর বুধবার সকাল ৯টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতেল চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন হোসাইন আহমদের বড়ভাই হাসান আহমদ।

নিহত হোসাইন আহমদ পৌর এলাকার মধ্য নিদনপুর গ্রামের ছমির উদ্দিনের পুত্র। সে বিয়ানীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র।

জানা যায়, গত সোমবার বিকাল ৩টার দিকে বিয়ানীবাজার পৌর এলাকার নিদনপুর সরকারি বিদ্যালয়ের সামনে একটি ছোট বাচ্চাকে একই এলাকার মুহিব আলীর ১০ম শ্রেণীতে পড়ুয়া ছেলে সুমন খেলার ছলে কাদাচ্ছিলো। এতে বাধা দেয় কলেজ থেকে পরীক্ষা দিয়ে ফেরা হোসেন আহমদ। তখন দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে হোসাইন নিদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসলে ঘাতক সুমন অতর্কিত লাঠি দিয়ে মাথায় আঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত হোসাইনকে উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাৎক্ষনিক সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তাকে প্রেরণ করা হয়। সেখানে দুইদিন আইসিইউতে থাকার পর বুধবার সকাল ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।

ঘাতক সুমন আহমদ (১৬) একই এলাকার মুহিব আলীর পুত্র। সে ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

এদিকে মঙ্গলবার রাতে নিহতের মা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে বিয়ানীবাজার থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, হোসাইন আহত হওয়ার ঘটনায় মঙ্গলবার তার মা বাদী হয়ে মামলা করেন। বুধবার সেটিকে হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হয়। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।