শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ খ্রীষ্টাব্দ | ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

ভেদাভেদ ভুলে দলের জন্য কাজ করতে হবে: ড. মোমেন
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট



বিজ্ঞাপন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ড. একে আবদুল মোমেন বলেছেন, আমাদেরকে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। নির্বাচনে সব ভেদাভেদ ভুলে দলের জন্য, দেশের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

১ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় সিলেট নগরের চালিবন্দরস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন।

ড. মোমেন বলেন, বিগত জোট সরকারে আমলে দেশে সন্ত্রাস, জঙ্গিবাদকে রাষ্ট্রীয়ভাবে মদদ দেয়া হয়েছে। তাদের পৃষ্ঠপোষকতায় সারা দেশে একের পর এক বোমা হামলা হয়েছে। প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি ও লুটপাট চালানো হয়েছে। ফলে দেশ পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল।

তিনি আরও বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এসব কলঙ্ক মুছে দেশ উন্নয়নের ধারায় ফিরে এসেছে, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সিটি কাউন্সিলর শাহানারা বেগমের সভাপতিত্বে এবং জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর অ্যাডভোকেট সালমা সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়মী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুরর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক ও সিলেট জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক নাজনীন হোসেন।