একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসন (কুলাউড়া) থেকে নির্বাচন করার জন্য বিভিন্ন দলের ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশনের
২৮ নভেম্বর বুধবার সহকারি রিটার্নিং অফিসার ও কুলউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছ এর কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- নৌকা প্রতীক নিয়ে বিকল্পধারা মনোনিত যুক্তফ্রন্টের প্রার্থী সাবেক এমপি এমএম শাহীন, ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনিত নেতা সাবেক ডাকসুর ভিপি ও সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী এডভোকেট মাহবুবুল আলম শামিম, আনারস প্রতীক নিয়ে সতন্ত্র প্রার্থী সাবেক এমপি আব্দুল মতিন, পাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলনের প্রার্থী হাফিজ মো. মতিউর রহমান, মিনার প্রতীক নিয়ে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা আসলাম হোসাইন রহমানী, কুড়াল প্রতীক নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি (বাম গনতান্ত্রিক ফ্রন্ট) নেতা প্রশান্ত দেব ছানা।




