বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

সিলেটের নয়নাভিরাম হাওরে মেতেছেন রাহা-আজাদ!
বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক



বিজ্ঞাপন

পাহাড় ঘেঁষা শাপলা ভরা হাওরের মাঝে নৌকা বেয়ে রোমান্সে মেতেছেন অভিনেত্রী রাহা তানহা খান ও অভিনেতা একে আজাদ আদর! মূলত সিলেটের জাফলংয়ের ডিবির হাওরের এমন নয়নাভিরাম প্রকৃতিতে ‘যেখানে তোর ছায়া’ গানের ভিডিওর শুটিংয়ে অংশ নিয়েছেন তাঁরা।

গত তিনদিন ধরে গানটির শুটিং হচ্ছে চা’য়ের শহরটিতে। এই গানে কণ্ঠে দিয়েছেন আতিক শামস এবং কনা। গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন আবিদ রনী।

মিউজিক ভিডিওটি পরিচালনা করছেন ওসমান মিরাজ ও কোরিওগ্রাফি করছেন রোহান। শুটিংয়ের দৃশ্যে রাহা তানহা খান ও একে আজাদ আদরগানটি নিয়ে মিরাজ বলেন, আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে যা পর্দায় খুব কম দেখা যায়। তেমনই কিছু চমৎকার লোকেশনে আমরা গানটির শুটিং করছি। আমার বিশ্বাস মিউজিক ভিডিওটি দেখে দর্শকদের চোখ জুড়ে যাবে।

নির্মাতা জানান, এসএস মিউজিক ক্লাবের ইউটিউব চ্যানেলে ‘যেখানে তোর ছায়া’র মিউজিক ভিডিওটি খুব শিগগিরই প্রকাশ পাবে।