সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

সাধের ইউরোপ
দেলোয়ার আহমেদ

দেলোয়ার আহমেদ



বিজ্ঞাপন

ইউরোপ ইউরোপ করে ছেলেদের
মাথা হয়েছে বেহাল
ইউরোপ আসার জন্য তাইতো
পরিবারে ডাকছে হরতাল!

ইউরোপ ছাড়া মেয়ে বিয়ে নয়
আসলো কী কলির কাল,
আসল সত্য কেউ জানে না
ইউরোপের কি হাল…!

এখানে এসে অনেকেরই আজ
বুকটা করে ধুরু ধুরু
ভয় জয়ের স্বপ্ন নিয়ে
জীবন করেছে শুরু।

কারো স্বপ্নে জল লেগেছে
কারোটা আবার মরু,
পেটের দায়ে কেউ কেউ করছে
‘লাইকা লিবারা মালবুরু’!

কাজ করে শোধ করবে বলে
বাড়িয়ে চলেছে ঋণ,
কাজের আশায় ঘুরতে ঘুরতে
সাঙ্গ নিত্য দিন।

ইউরোপ আইসা ফাইস্যা গেছি
বলতে গেলে কাউকে,
ইউরোপ গিয়ে চোখ বড় হয়েছে
উল্টো ভাবে লোকে!

প্রবাস যুদ্ধের স্বরূপ জ্ঞান
দাও প্রভু তাঁদেরকে,
যুদ্ধে থেকেও শুদ্ধমনে
ধৈর্য্যে রাখি নিজেকে..!

দেলোয়ার আহমেদ
প্যারিস, ফ্রান্স