মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ট্রাকচাপায় রায়হান মিয়া (১৪) নামে এক কিশোর নিহত হয়েছেন। বুধবার বিকেলে শহরের মৌলভীবাজার সড়কের ৩নং পুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। কিশোরের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শ্রীমঙ্গলের মৌলভীবাজার সড়কের ৩ নং পুল সংলগ্ন রাস্তা পারাপারের সময় মৌলভীবাজারগামী একটি দ্রুত গতির ট্রাক রায়হান মিয়াকে চাপা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক ডা. রোখসানা ওয়াহিদ রাহী জানান, ট্রাকচাপায় গুরুতর আহত হন রায়হান। এ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসার পথে প্রচুর রক্তক্ষরণ হয়। যার ফলে তার মৃত্য হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম করে জানান, পুলিশ ঘাতক ট্রাক ও চালক প্রজেশ কুমার দেবকে আটক করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।