মৌলভীবাজারের কুলাউড়ায় আওয়ামী তরুণলীগের উপজেলা ও পৌর শাখার কমিটি অনুমোদন দেয়া হয়েছে। সম্প্রতি মৌলভীবাজার জেলা তরুণলীগের সভাপতি সিতার আহমদ ও সাধারণ সম্পাদক জুয়েল আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উপজেলা কমিটিতে রায়হান আহমদকে আহবায়ক ও হাসানুর রহমান রুমেলকে সদস্য সচিব করে ৭১সদস্য বিশিষ্ট এবং পৌর কমিটিতে সাহান আহমদকে আহবায়ক ও নাঈম হোসেনকে সদস্য সচিব করে ৫১সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।
এদিকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ চৌধুরী, মৌলভীবাজার জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ গিলমান, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, কুলাউড়া উপজেলা শ্রমীকলীগের আহবায়ক আতাউর রহমান চৌধুরী সোহেল, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্না, কুলাউড়া উপজেলা তাঁতী লীগের আহবায়ক খালেদ আহমদ, কুলাউড়া উপজেলা শ্রমীকলীগের সদস্য সচিব আহবাব হোসেন রাসেল, কুলাউড়া পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক তারেক হাসান, কুলাউড়া উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবি মল্লিক, কুলাউড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাদুজ্জামান রাজু, ছাত্রলীগ নেতা রুকন বখশ, সামছুল আহমদ প্রমুখ।