পবিত্র ওমরাহ পালন গিয়ে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। এ ছাড়া মামা বাবাসহ ১১ জন আহত হয়েছেন। জানা গেছে, বৃহস্পতিবার রিয়াদ থেকে মদিনা যাওয়ার পথে আল কাসিম এলাকায় এ ঘটান ঘটে। ঘটনাস্থলেই ফখরুল ইসলামের শিশু কন্যা আফরিন আক্তার (৯) মারা যান।
আহতরা হলেন- ফখরুল ইসলাম (৪০), তার মা শাহানারা বেগম (৬০), স্ত্রী হালিমা বেগম (২৬), মনিয়া আক্তার (৬), লাকসাম মনোহরগঞ্জ উপজেলার তার ভগ্নিপতি মো. শাহ আলম (৩৮), স্ত্রী মরজিনা বেগম (২৩), শিশু কন্যা সায়মা আক্তার (৬), নওশিন আক্তার (৪)।
পারিবারিক সূত্রে জানা গেছে আহতদের বাড়ি চাঁদপুর শাহরাস্তি উপজেলার ভাটুনিখোলায়।
অপরদিকে গাড়ির চালক লাকসাম মনোহরগঞ্জ উপজেলার ফরিদুল ইসলাম (৪৫), শফিকুল ইসলাম (৩৯), সিরাজুল ইসলাম (৪২) গুরুতর আহতাবস্থায় আল কাসিম, আল রাজসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় শাহরাস্তি উপজেলা পৌর ১১নং ওয়ার্ড এর ভাটুনিখোলা মুন্সিবাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।