রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

রক্তের ফেরিওয়ালা রুবেল ও গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাব
নিজস্ব প্রতিবেদক, গোলাপগঞ্জ:

নিজস্ব প্রতিবেদক, গোলাপগঞ্জ:



বিজ্ঞাপন

যখনই কোনো মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন হয় তখনই রক্ত সংগ্রহ করে দিতে এগিয়ে আসেন তিনি, কখনো নিজে রক্ত দান করেন আবার কখনো অন্যের কাছ থেকে রক্ত সংগ্রহ করে দেন। রক্ত যোগাড় করে দেওয়াকে তিনি দায়িত্ব মনে করেন, আনন্দ পান। বলছিলাম রক্তের ফেরিওয়ালা হুমায়ুন কবির রুবেল কথা।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় রক্তের অভাবে কোনো রোগী যাতে মারা না যায়, সে জন্য ২০১৪ সালের ১৭ অক্টোবর উপজেলার এক ঝাঁক তরুণ নিয়ে ‘গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাব’ নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন হুমায়ুন কবির রুবেল। অল্প সময়ে উপজেলার মানুষের ভালবাসা অর্জন করেছে গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাব।

গভীর রাতেও হাসপাতাল কিংবা ক্লিনিকে ক্লিনিকে ঘুরেন ক্লাবের সদস্যরা। নিঃস্বার্থভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন অসহায় কোনো রোগীর কল্যাণে। একটি ফোন কলে ছুটে আসেন তাঁরা। গত ৩ বছর ধরে রক্ত দানে মানুষকে উৎসাহিত করতে উপজেলার প্রতিটি ইউনিয়নে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করে যাচ্ছে।

রক্তদাতা যোগাড় করা ছাড়াও এ সংগঠনটি বিশেষ দিনগুলোতে এবং ধর্মীয় উৎসবগুলোতে সামাজিক কার্যক্রম করে থাকে। প্রতি ঈদে সুবিধা বঞ্চিত শিশু ও গরিব অসহায়দের জন্য ঈদ সামগ্রী বিতরণ, শীতার্থদের শীতবস্ত্র, গরিব শিক্ষার্থীদের ভর্তি ফি, বই কিনে দেয়া ছাড়াও অসহায় মানুষদের বাড়ি নির্মাণের সামগ্রী বিতরণের মতো কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংগঠনটি। এছাড়াও সংগঠনটি প্রতি বছর রক্তদাতা দিবস, ক্যান্সার দিবসসহ বিশেষ দিনগুলোতে বিভিন্ন কার্যক্রম আয়োজন করে থাকে।

এ বিষযে চ্যারিটি ক্লাবের সভাপতি হুমায়ুন কবির রুবেল বলেন, যখন শুনি দেশের কোথাও রক্তের অভাবে কেউ মারা গেছে নিজেকে আর ঠিক রাখতে পারি না। গোলাপগঞ্জ উপজেলায় যাতে কেউ রক্তের অভাবে মারা না যায় এ জন্য গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাব গঠন করা হয়েছে। ক্লাবের প্রতিটি সদস্য উপজেলায় রক্তের সেতুবন্ধন তৈরিতে কাজ করে যাচ্ছে।