একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন পেতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন।
সোমবার দুপুর ১টা ১৫ মিনিটে তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহ করে বেবী নাজনীন বলেন, আমি নীলফামারি-৪ আসনের এলাকার মানুষের জন্য আগে থেকে কাজ করে যাচ্ছি। আমার জন্মস্থান সৈয়দপুরে, আমি এলাকার মানুষের পাশে থাকতে এই নির্বাচনে অংশ নিবো। দল আমাকে মনোনয়ন দিলে আমি এই আসনটিতে জয়লাভ করে আমাদের মা ও দেশনেত্রী খালেদা জিয়াকে উপহার দেবো। তিনি বলেন, এই নির্বাচন অংশ নিচ্ছি আমাদের মা খালেদা জিয়ার মুক্তির দাবিতে।