গোলাপগঞ্জ আল্ট্রাসনো সেন্টারের উদ্বোধন করা হয়েছে। ৬ নভেম্বর মঙ্গলবার বিকের ৪টায় প্রধান অতিথি হিসেবে গোলাপগঞ্জ আল্ট্রাসনো সেন্টারের উদ্বোধন করেন পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল।
ডা. টিটু চন্দ্র আচার্য্যের উদ্যোগে প্রতিষ্ঠিত গোলাপগঞ্জ আল্ট্রাসনো সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাবেল বলেন, ব্যবসায়ীদের জন্য পৌরসভার দ্বার সবসময় উন্মুক্ত। সকলের সহযোগিতা নিয়ে গোলাপগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় পরিণত করতে চাই। তিনি বলেন, খুব শিঘ্রই পৌর শহরের প্রাণ কেন্দ্র গোলাপগঞ্জ চৌমুহনীর সৌন্দর্য বর্ধনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রবীন শিক্ষক রফিক উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও বণিক সমিতির সেক্রেটারি আব্দুল আহাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, কাউন্সিলর এম ফজলুল আলম প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইয়াজদান চৌধুরী, সাইকুজ্জামান চৌধুরী শিমু, আব্দুস সালাম, ইশতিয়াক আহমদ সুমন, রফিকুল ইসলাম চৌধুরী রানা, তানিম আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি জাহিদ উদ্দিন, সাংবাদিক কেএম আব্দুল্লাহ, ফাহাদ হোসাইন প্রমুখ।