সুনামগঞ্জের তাহিরপুর বাজারের এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে শারীরিক ভাবে নির্যাতন করার অভিযোগে তাহিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্নেন্দু দেবকে অপসারনের দাবিতে ঝাড়ু মিছিল করেছে বিক্ষুব্দ জনতা। রোববার সকাল ১১টায় বিক্ষুব্দ জনতার জাড়ু মিছিলটি উপজেলা সদরের আব্দুজ জহুর চত্বর থেকে শুরু করে তাহিরপুর বাজার ঘুরে এসে উপজেলা পরিষদে শেষ হয়। তার আগে ঝাড়ু উছিয়ে অবিরত ইউএনওর অপসারণ চেয়ে মিছিল করে।
মিছিলের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে হাজির হন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নন্দন কান্তি ধর, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলী মর্তুজা, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিনসহ এলাকার গণ্যমান্য অনেকে।
সে সময় উত্তেজিত জনতাকে তাঁরা সান্তনা দেন এবং বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার জন্য আশ্বস্ত করলে উত্তেজিত বিক্ষুব্ধ জনতা শান্ত হন।
অভিযোগ উঠেছে, শনিবার রাত ১০ টার দিকে তাহিরপুর বাজারের ব্যবসায়ী বেলায়েত হোসেনকে ডেকে এনে চড়-থাপ্পড় দিয়ে শারীরিক ভাবে নির্যাতন করেন ইউইনও পূর্নেন্দু দেব।
এ বিষয়টি এলাকাবাসী ও তার স্বজনরা জানতে পারলে রোববার সকাল ১১ টায় তারা উত্তেজিত হয়ে তাহিরপুরের ইউএনওর অপসারন চেয়ে ঝাড়ু মিছিল করেন।
নির্যাতিত ব্যবসায়ী বেলায়েত হোসেন বলেন, ইউএনও সাহেব আমাকে খবর দিয়ে নিয়ে যান। পরে আমার বাসার সামনে দিয়ে বালু আনতে নিষেধ করেছি এমন অভিযোগ তুলে হঠাৎ আমার গায়ে হাত তুলে নির্যাতন করেন।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, স্থানীয়রা ইউএনওর আচরণে ক্ষুদ্ধ হয়ে বিক্ষোভ মিছিল করেছেন। ঘটনার সংবাদ পেয়ে আমিসহ অনেকেই ঘটনাস্থলে এসে তাদের শান্ত করেছি। বিষয়টি নিয়ে কি করা যায় দেখছি।
তাহিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্নেন্দু দেব অভিযোগ স্বীকার করে বলেন, বিষয়টি আমার ভুল হয়েছে। এটা মিটমাট করার চেষ্টা করছি।