রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

সিলেটে বিচ্ছিন্ন হওয়া হাত জোড়া লাগালেন চিকিৎসকরা
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক



বিজ্ঞাপন

সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে টানা প্রায় ৯ঘন্টার দীর্ঘ অস্ত্রোপচার শেষে বিচ্ছিন্ন হওয়া হাত জোড়া লাগিয়েছেন চিকিৎসকরা । সোমবার রাত সাড়ে ১০টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত এ অস্ত্রোপচার চলে। অস্ত্রোপচার নেতৃত্ব দেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আব্দুল মান্নান। অস্ত্রোপচারে তাঁর সঙ্গে ছিলেন- ডা. বাকিবিল্লাহ, ডা. ফয়ছল আহমদ মুহিন, ডা. নুরুল আমিন শোভন, ডা. পল্লব শর্মা ও ডা. দেলোয়ার হোসেন।

বাংলাদেশের চিকিৎসা জগতে এমন অস্ত্রোপচার বিরল উল্লেখ করে চিকিৎসকরা জানিয়েছেন, দেশের বেসরকারি হাসপাতালগুলোতে এরকম বড় অস্ত্রোপচার আর হয়নি। অস্ত্রোপচারের পর রোগী এখন অনেকটাই ভালো আছেন। ১০ দিন পর জানা যাবে হাতটি পুরোপুরি সুস্থ হবে কি-না।

জানা যায়, সোমবার বিকেলে দিরাইয়ের রফিনগরে হাওরে হাঁস চরানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে এরশাদ (২৮) নামের একজন নিহত হন। আহত হন অন্তত ২০জন। আহতদের মধ্যে লিটন মিয়ার(২৫) বাম হাত কব্জির নিচ থেকে কেটে যায়। শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় হাত। বিচ্ছিন্ন সেই হাত প্যাকেটে মুড়িয়ে লিটন মিয়াকে নিয়ে সোমবার রাতে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে আসেন তাঁর স্বজনরা। হাসপাতালে সোমবার রাত সাড়ে ১০টায় শুরু হয়ে টানা ৯ ঘন্টা লিটন মিয়ার হাতের অস্ত্রোপচার করা হয়।

ডা. মো. আব্দুল মান্নান বলেন, এর আগে সিলেটের ওসমানী হাসপাতালে দু’টি হয়েছিলো। এর মধ্যে একজন রোগীকে বাঁচানো যায়নি। আরেকজন ভালো আছেন। তিনি বলেন, এরকম বড় অস্ত্রোপচার দেশেই খুব কম হয়েছে। তবে যেগুলো হয়েছে তার সবগুলোই সরকারি হাসপাতালে। বেসরকারি হাসপাতালে দেশে এরআগে এতো বড় ও সফল অস্ত্রোপচার হয়নি।