মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় তামান্না আক্তার (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঠালকান্দি গ্রামে ঘটনা ঘটে।
কমলগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, কাঠালকান্দি গ্রামের আব্দুল হামিদ এর স্ত্রী তামান্না আক্তার (২১) রোববার দুপুরে বাড়ির সবার অজান্তে নিজ ঘর থেকে ২০০ গজ দুরে গলায় নিজের ব্যবহৃত ওড়না দিয়ে ফাঁস লেগে আম গাছের সাথে ঝুলে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করে।
কমলগঞ্জ থানার এসআই সুরুজ আলী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, দুই বছর পূর্বে হামিদের সাথে তামান্নার বিবাহ হয়। তামান্না প্রায় অন্য কারও সাথে মোবাইল ফোনে কথা বলতো। এ নিয়ে হামিদের সাথে তামান্নার বাকবিতন্ডা হলে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।