হবিগঞ্জের মাধবপুর উপজেলায় খাদ্যে বিষক্রিয়ায় মায়া রাণী (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ২৭ অক্টোবর রাতে শনিবার উপজেলার পুড়াইকলা এলাকায় এই ঘটনা ঘটে।
এছাড়া অসুস্থ হয়ে একই পরিবারের আরো ৪ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
নিহত মায়া রাণী ওই এলাকার সুনীল দেব নাথের স্ত্রী।
অসুস্থরা হলেন- নিহত মায়া রাণীর স্বামী সুনীল দেবনাথ, তাদের সন্তান সুকুমার দেবনাথ ও শংকর দেবনাথ এবং সুনীল দেবনাথের ভাতিজা মিথুন দেবনাথ।
এদের মাঝে সুকুমার এবং সুনীলকে মুমূর্ষু অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ওই পরিবারের সকলেই একসাথে লাল রঙের ডিম দিয়ে তৈরি তরকারি খান। কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়লে সকলকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় মায়া রাণী মৃত্যুবরণ করেন। বাকীদের সিলেট এবং হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. সাইফুর রহমান সোহাগ জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে একজনের মৃত্যু এবং বাকিরা অসুস্থ হয়েছেন। এটা হতে পারে ডিম খেয়ে, আবার হতেও পারে তরকারী খেয়ে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।