মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

জুড়ী ও বড়লেখায় হুইপ শাহাব উদ্দিনের পূজামণ্ডপ পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক



বিজ্ঞাপন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন। হুইপ বৃহস্পতিবার (১৮ অক্টোবর) জুড়ী উপজেলায়, বুধবার (১৭ অক্টোবর) ও মঙ্গলবার (১৬ অক্টোবর) বড়লেখা উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন পূজামণ্ডপে আয়োজিত পৃথক আলোচনা সভায় বক্তব্য রাখেন।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) জুড়ী উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউছুফ, উপজেলা পরিষদ চেয়ারম্যান গুলশানা আরা মিলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বদরুল হোসেন, জেলা পরিষদ সদস্য মো. বদরুল ইসলাম, সাবেক উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রিঙ্কু রঞ্জন দাস, যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম প্রমুখ।