‘১ নম্বর নেটওয়ার্কে নতুন নম্বর সিরিজ ০১৩’ এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় গোলাপগঞ্জে গ্রামীণ ফোনের ০১৩ নতুন সংযোজন উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় গোলাপগঞ্জ ডিস্ট্রিবিউশন অফিস থেকে শোভাযাত্রা শুরু করে বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহিন আহমদ খাঁন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ ডিস্ট্রিবিউশনের টেরিটোরি ম্যানেজার জাকির হোসাইন, ডিস্ট্রিবিউশন সুপারভাইজার তাহির আহমদ তাজ, হিসাব রক্ষক মফিজ উল্লাহ, এসি ঝুমন আহমদ, সুজন আহমদ, টিপু আহমদ, ছাবের আহমদ, মুর্শেদ আহমদ, রওশন আহমদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন এলাকার গ্রামীন ফোনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।