রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

সব দলের মতামত নিয়েই ইভিএম ব্যবহার: সিলেটে সিইসি
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেছেন, সব রাজনৈতিক দলের মতামত নিয়েই ইভিএম ব্যবহার করা হবে। আগামী নির্বাচনে ৩০০ আসনে ইভিএম ব্যবহারের সম্ভাবনা নেই। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধিত হলে সীমিত আকারে ইভিএমের ব্যবহার হবে।

তিনি ৫ অক্টোবর শুক্রবার বিকেলে সিলেটে উন্নয়ন মেলায় নির্বাচন কমিশনের স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

সিলেট নগরীর আলীয়া মাদ্রাসা মাঠে চলমান উন্নয়ন মেলায় নির্বাচন কমিশনের স্টলে ইভিএমের মাধ্যমে প্রতীকী ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণ শেষে ফলাফলও ঘোষণা করেন সিইসি।

তিন দিনব্যাপী এ উন্নয়ন মেলা বৃহস্পতিবার সকালে শুরু হয়।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান, পুলিশ সুপার মনিরুজ্জামানসহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা।