বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের রাজপুর গ্রামের সাজেদুল করিম রহিমের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চেয়ারম্যান কল্যাণ ট্রাস্ট উত্তর শাহবাজপুর।
গত ১১ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধায় কার্যকরী পরিষদের এক নীতি নির্ধারণী সভায় সংগঠনের সভাপতি চেয়ারম্যান আহমেদ জুবায়ের লিটন এ শোক প্রস্তাব উত্তাপন করলে তা গৃহীত হয়। সভায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়।
এদিকে সভায় প্রয়াত সাজেদুল করিম রহিমের চিকিৎসা তহবিলে অবশিষ্ট টাকার করণীয় নির্ধারণ নিয়ে আলোচনা করা হয়। দেশের প্রচলিত ও ইসলামী শরীয়া আইনজ্ঞদের পরামর্শে অবশিষ্ট ৩ লাখ টাকা রহিমের একমাত্র সন্তানের নামে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন থেকে কিডনি রোগে আক্রান্ত সাজেদুল করিম রহিম গত ৭ আগস্ট মঙ্গলবার সকাল ৬টায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃতুকালে তাঁর বয়স হয়েছিলো ৩৮ বছর।
উপজেলার রাজপুর (কুমারপাড়া) গ্রামের মৃত আতর আলীর ছেলে সাজেদুল করিম রহিম আবুধাবিতে একটি কোম্পানীতে চাকরি করতেন। ২০১৬ সালের আগস্টে ছুটিতে দেশে আসলে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান রহিমের দু’টি কিডনি ড্যামেজড। কিডনি প্রতিস্থাপন ছাড়া আর কোন বিকল্প নেই। এ সময় অসুস্থ রহিমের পাশে দাঁড়ায় ‘চেয়ারম্যান কল্যাণ ট্রাস্ট উত্তর শাহবাজপুর’। সংবাদ বিজ্ঞপ্তি