সিলেট থেকে সুনামগঞ্জগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মহিলাসহ ২৩ যাত্রী আহত হয়েছেন। ৯ সেপ্টেম্বর রোববার বিকাল সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুনামগঞ্জের পাগলা সরকারি মডেল হাই স্কুল এন্ড কলেজের সামনে ঘটনা ঘটে।
আহতরা হলেন- কমলগঞ্জের মাইনো দেবী সিনহা (৬৫), এসআই বিপুল সিনহার স্ত্রী এএসআই রেখা রানী সিনহা (৩৫), নরসিংদীর বেলাবরের মৃত আবদুল গফুরের ছেলে আছমত আলী (৪৫), সুনামগঞ্জ সদরের লালপুর গ্রামের বাছির মিয়ার স্ত্রী রাফিয়া বিবি (৬০), দোলন মিয়ার স্ত্রী আনোরা আক্তার (৩৮), আশরাফুজ্জামান (৪৫), ইসরাইল মিয়া (২৫), ধর্মপাশার সেলবরষ গ্রামের মৃত তরমুজ আলীর ছেলে রমজান আলী (৭০), আমবাড়ি রামপুর গ্রামের সুন্দর আলীর ছেলে ইউনূছ আলী (৫৫), দক্ষিণ সুনামগঞ্জের পিঠাপশি গ্রামের আবদুস সামাদের ছেলে নজর উদ্দিন (৫০), সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সমুজ আলীর ছেলে কামরুল ইসলাম (৩২), সুনামগঞ্জের ওয়েজখালী এলাকার মখলিছ আলীর ছেলে রুহেল আহমদ (৩০) ও বিশ্বম্ভরপুরের সাতারকোনা গ্রামের আবদুল হামিদের ছেলে আরিফ হোসেন কাশেম (৪০)।
আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় রমজান আলী, মাইনো দেবী সিনহা ও কামরুল ইসলামকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।
জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জগামী জহির এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো-জ ১১-১৩৬৩) একটি যাত্রীবাহী বাস পাগলাবাজার পার হয়ে পাগলা সরকারি মডেল হাইস্কুলের সামনে এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ৩ মহিলাসহ ২৩ জন আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুনু মিয়া বলেন, ‘ঘটনায় নিহত কেউ হয়নি। গাড়ি উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় লোকদের সহযোগিতায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’