আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্পোর্টস ক্লাবে পৃথক দুটি বোমা বিস্ফোরণে দুই সাংবাদিকসহ ২০ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ৭০জন।
বুধবার ওই ক্লাবের অভ্যন্তরে প্রথম আত্মঘাতী বোমা হামলায় হতাহতের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে পুলিশ এবং সাংবাদিক পৌঁছালে তাদের লক্ষ্য করে একটি গাড়ি চালিয়ে এসে দ্বিতীয় বোমা হামলা চালানো হয়।
ক্লাবটি নগরীর শিয়া অধ্যুষিত এলাকায় অবস্থিত। এই এলাকাটিতে দেশটির হাজারা সম্প্রদায়ের অনেক লোক বসবাস করে।
বোমা হামলায় আফগানিস্তানের টোলো নিউজ চ্যানেলের দুই সাংবাদিক নিহত হন।
এখনো কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি।
এক বিবৃতিতে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি, একে মানবাধিকারের বিরুদ্ধে হামলা বলে অবহিত করেছেন।