সিলেটের বিয়ানীবাজার উপজেলায় পুলিশের অভিযানে ১টি পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার ৫ সেপ্টেম্বর রাতে উপজেলার বারইগ্রাম ব্রিজের নিচ থেকে এ পাইপগান ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বারইগ্রাম ব্রিজের নিচে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করার খবর জানতে পারলে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশ ওই স্থানে পৌছার সংবাদ পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এই অভিযানে অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার, জকিগঞ্জ সার্কেল মোস্তাক সরকার, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি, ওসি (তদন্ত) জাহিদুল হক। ওই অভিযানে ১টি পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জানান, বারইগ্রাম ব্রিজের নিচে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করার খবর জানতে পারলে পুলিশ অভিযান চালায় । আমাদের অবস্থান টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।