গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুক মিয়া নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ৩ সেপ্টেম্বর সোমবার সকালে স্থানীয় আসামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে তার মৃত্যু হয়।
নিহত মাসুক মিয়া উপজেলার আসামপাড়া এলাকার জহুর উদ্দিনের ছেলে ও স্থানীয় হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।
এ ঘটনায় সোহাগ নামের ষষ্ঠ শ্রেণির আরেক স্কুলছাত্র আহত হয়েছেন। সোহাগ একই এলাকার শাহজাহান মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল।