সিলেটের বিশ্বনাথ উপজেলায় অগ্নিদগ্ধ ৬ জনেরন মধ্যে চম্পা বেগম (৪৫) নামে এ মহিলা মারা গেছেন। ২ সেপ্টেম্বর রোববার ভোরে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তিনি উপজেলার অলংকারী ইউনিয়নের রহিমপুর পূর্বপাড়া (রামপুর) গ্রামের ফারুক মিয়ার স্ত্রী।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পুত্র রাজু আহমদ।
প্রসঙ্গত, গত মঙ্গলবার দিবাগত রাতে নিজ বসতঘরে অগ্নিকান্ডে চম্পা বেগম, তার স্বামী, ১ মেয়ে ও ৩ ছেলে সহ ৬ জন অগ্নিদগ্ধ হন। ঘটনার পর তাৎক্ষণিকভাবে আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চম্পা বেগম ও তার মেয়ে রিফা বেগমের অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পরবর্তীতে অগ্নিদগ্ধ নিহতের স্বামী ফারুক মিয়া (৫০), পুত্র এমাদ উদ্দিন (১৪), ইমরান আহমদ (১২) ও নিজাম উদ্দিনকেও (১০) শনিবার উন্নত চিকিৎসার জন্য ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।