সুনামগঞ্জের ছাতক উপজেলায় বজ্রপাতে আশ্রব আলী (৫২) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।
নিহত আশ্রব আলী গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, আশ্রব আলী সকাল ৮টার দিকে বাড়ির সামনে মাছ ধরতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ সময় পাশে থাকা তার চাচাতো ভাই আছকির আলীর পুত্র দুদু মিয়া (২৮) ও পাটিভাগ গ্রামের রমিজ আলীর পুত্র আজাদ মিয়া (৩০) গুরুতর আহত হন। পরে স্থানীরা তাদেরকে উদ্ধার করে ছাতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশ্রব আলীকে মৃত ঘোষণা করেন।