সুনামগঞ্জে সিলেট মহানগর শিবির সভাপতি নজরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি জুনায়েদ আহমদসহ সভাপতিসহ ১৭ নেতাকর্মীকে আটক করেছে সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশ। বৃহস্পতিবার ২৭ সেপ্টেম্বর বেলা ২টায় শহরের হাছননগর এলাকায় ইসলামিক সেন্টার নামের একটি কার্যালয়ে গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়।
ডিবি পুলিশের এসআই আমিনুল ইসলাম, এসআই রিপন গোপ ও এএসআই মামুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন- সিলেট মহানগর শিবির সভাপতি নজরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি জুনায়েদ আহমদ, সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য আবু তাহের ও আলিফ নূর, সমর্থক ইয়াকুব আলী, কর্মী রুহুল আমিন, কর্মী বিল্লাল হোসেন, সমর্থক আবু তোহা, কর্মী নাজির হোসেন, সমর্থক ফাহিম আহমদ, কর্মী পিয়াস মিয়া, কর্মী আশিক বিল্লা, কর্মী শরিফ মিয়া, সমর্থক ইমন আহমদ ও তাজুল ইসলাম, শাল্লা উপজেলা সভাপতি আবুল হোসেন এবং সমর্থক মাহফুজুর রহমান।
ডিবির এসআই আমিনুল ইসলাম জানান, নাশকতার পরিকল্পনা করার সময় গোপন সূত্রে খবর পেয়ে তাঁদের আটক করা হয়। আটককৃতদের ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ করছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে আটককৃতদের।
সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, আটককৃতদের শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।