সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজয়ে দলের নেতাদের দায়ী করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এর তদন্ত হবে। যিনি দোষী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নৌকা ঠেকাতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের রেহাই নেই। এই আত্মবিনাসী কাজ যারা করেছেন, তারা রেহাই পাবেন না। তাদের জন্য কঠিন শাস্তি দেওয়া হবে।
তিনি ৩০ আগস্ট বৃহস্পতিবার বিকেলে সিলেট রেজিস্টারি মাঠে সিলেট আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ২০০১ সালের পুনরাবৃত্তি আগামী নির্বাচনে হবে না। কারা থাইল্যান্ড, মালয়েশিয়া যাচ্ছেন, গোপন বৈঠক করছেন সব তথ্য আমাদের জানা আছে।
সভায় কেন্দ্রীয় নেতারা তাদের বক্তব্যে দলের ভেতরে মোনাফেকদের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, এনামুল হক শামিম, খালিদ মাহমুদ চৌধুরী এমপি ও সদস্য অধ্যাপক রফিকুর রহমান