মালয়েশিয়ান তরুণী নওরিনি বিনতে ফায়সালকে (২০) ভালোবেসে বিয়ে করেছেন বিশ্বনাথের তরুণ মকবুল তালুকদার (২৮)। সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরস্থ কনের পিত্রালয়ে এই বিয়ে সম্পন্ন হয়েছে।
জানা গেছে, প্রায় ২বছর পূর্বে স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়া যান বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের বাজিতপুর গ্রামের মৃত আব্দুল মুনিমের পুত্র মকবুল তালুকদার। সেখানে গিয়ে তিনি একটি হোটেলে চাকুরি করা শুরু করেন। প্রায় বছর খানেক পূর্বে ওই হোটেলে কর্মরত মালয়েশিয়ার কুয়ালালামপুরের কেরাস এংকলি’র বাসিন্দা নওরিনি বিনতে ফায়সালের সঙ্গে পরিচয় হয় মকবুল তালুকদারের।
এরপর থেকে তারা দুজন একে অপরকে ভালোবাসতে শুরু করেন। এক পর্যায়ে তাদের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। এরপর তারা পারিবারিক মতামতের ভিত্তিতে বিয়ে করার সিদ্ধান্ত নেন।
সোমবার ২৭ আগস্ট কনে নওরিনি বিনতে ফায়সালের নিজ বাড়িতে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করা হয়। বিয়েতে কনের আত্মীয়-স্বজন ছাড়াও বরের বন্ধু-বান্ধব অংশগ্রহণ করেন।