কাতার বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শরীফুল হক সাজুর বিরুদ্ধে বড়লেখা থানায় ৫৭ ধারায় দায়েরকৃত মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমান।
২৮ আগস্ট মঙ্গলবার জেলা বিএনপির দফতর সম্পাদক ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির সভাপতি এম. নাসের রহমান বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলায় আটক করে সরকার যেভাবে জনরোষে পড়েছে তা থেকে বাঁচতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এমনকি সাধারণ জনগণের ওপর দমন পীড়নের মাত্রা বৃদ্ধি করেছে। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তির অভিযোগ এনে মৌলভীবাজারের বড়লেখা থানায় কাতার ধানসিঁড়ি বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শরীফুল হক সাজুর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় সরকারী দলের একজন সদস্য মামলা করেছেন।’ বিবৃতিতে তিনি আরো বলেন, ‘জুলুম নির্যাতন করে আজ পর্যন্ত কোনো স্বৈরাচার টিকে থাকতে পারেনি। বর্তমান অবৈধ অনির্বাচিত সরকারও পারবে না।’
প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তির অভিযোগ এনে গত ১৮ আগস্ট বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছালেহ আহমদ জুয়েল বাদী হয়ে কাতার বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শরীফুল হক সাজুসহ ৩ জনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন।