রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের টিলা ও গাছ কেটে দোকান কোঠা নির্মাণ



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখার শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে টিলা ও গাছ কেটে দোকান কোঠা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

সূত্র জানায়, সম্প্রতি ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সভাপতি, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল বাছিতকে ম্যানেজ করে টিলা ও গাছ কাটেন।

জানা গেছে, দলের ক্ষমতার প্রভাব খাটিয়ে ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন কোনো প্রকার দরপত্র আহবান ছাড়াই শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের গেট সংলগ্ন টিলা ও একাধিক গাছ কেটে মার্কেট নির্মাণের কাজ অবৈধভাবে তার ছোটভাই আহমেদ শরীফ দেলোয়ারকে পাইয়ে দেন। এ নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শিক্ষার্থীদের পাশাপাশি গাছগুলো না কাটতে পরিবেশকর্মীরাও প্রতিবাদ জানান। কিন্তু ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল বাছিত এসব তোয়াক্কা না টিলার মাটির মাটির পাশাপাশি একাধিক গাছও কেটে নিয়েছেন। গাছ কাটার পর সেখানে দোকান কোঠা নির্মাণ করা হচ্ছে।

নাম প্রকাশে অনচ্ছিুক শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, গাছগুলো অনেক পুরোনো। প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করেছে। কিন্তু আমাদের আপত্তির স্বত্বেও গাছগুলো কাটা হয়েছে।

পরিবেশকর্মী রিপন দাস বলেন, একটি পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠানের এত পুরাতন গাছগুলো এভাবে কাটা ঠিক হয়নি। শিক্ষার্থীরা আমাদের আগে বিষয়টি জানিয়েছিল। আমরা গাছগুলো না কাটতে অনুরোধ করেছিলাম। কিন্তু তারা শুনল না। ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন অনেকটা প্রভাব খাটিয়ে এই কাজ করেছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন বলেন, প্রতিষ্ঠানের সবার অনুমতি নিয়ে গাছগুলো কাটা হয়েছে। অনুমতি ছাড়া টিলা কাটা কী ঠিক এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, টিলার মাটি বেশি কাটিনি। অল্প একটু কেটেছি।

এ বিষয়ে জানতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল বাছিত বলেন, বিষয়টি গভর্ণিং বডির সভাপতি উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর ভালো বলতে পারবেন।

গভর্ণিং বডির সভাপতি উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর বলেন, বিষয়টি তার জানা নেই। তিনি খোঁজ নিয়ে দেখবেন।