রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনা: ২১ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু



বিজ্ঞাপন

মৌলভীবাজারের কুলাউড়ায় বরমচাল রেলক্রসিং এলাকায় ঢাকাগামী আন্তঃনগর উপবন ট্রেন দুর্ঘটনায় ২১ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। গতকাল রাতে দুর্ঘটনার পর দুটি রিলিফ ট্রেনের সাহায্যে রেলের বগি উদ্ধার ও লাইন স্বাভাবিক করতে কাজ শুরু করে রেল বিভাগ। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।


বিষয়টি নিশ্চিত করে কুলাউড়ার বরমচাল স্টেশনমাস্টার রোমান আহমেদ বলেন, এ রুটে চলাচলকারী সব ট্রেনকে দুর্ঘটনাকবলিত এলাকায় সর্বোচ্চ ৫ কিলোমিটার গতি রাখার নির্দেশনা দেয়া হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধারকাজ শেষ করে রেললাইন সচল করে।

রোববার দিবাগত রাত ১২টার দিকে মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল স্টেশনের পাশে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি ছিটকে পড়ে। এ ঘটনায় তাৎক্ষণিক ছয়জনের মরদেহ উদ্ধারের কথা জানানো হলেও সকালে পুলিশ চারজনের মরদেহ উদ্ধারের কথা জানায়।


নিহতরা হলেন- সিলেটের মোগলাবাজার থানার আব্দুল্লাপুর গ্রামের আব্দুল বারীর মেয়ে নার্সিং কলেজের ছাত্রী ফাহমিদা আক্তার ইভা (২০), বাগেরহাটের মোল্লার হাট থানার আতজুরি বান্দর খোলা গ্রামের মো. আকরাম মোল্লার মেয়ে নার্সিং কলেজের ছাত্রী সানজিদা আক্তার (২০), মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার টিটিডিসি এরিয়ার বাসিন্দা আব্দুল বারীর স্ত্রী মনোয়ারা পারভীন (৪৮) এবং হবিগঞ্জের কাওছার আহমেদ।


আরও পড়ুন:

আর কত প্রাণ ঝরলে সিলেটের রেল ও সড়ক যোগাযোগ উন্নত হবে?

কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনা: ‘মায়ের মাথা পাচ্ছি না, কেউ আমার মায়েরে তোলো’

কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনা: নিহত ৪ জনের মধ্যে দু’জন সিলেট নার্সিং কলেজের ছাত্রী

বড়লেখা পৌরসভায় উপ-নির্বাচনে কবির আহমদ বিজয়ী

হবিগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে নৌকার প্রার্থী মিজান বিজয়ী

কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিন নারীর পরিচয় মিলেছেৱ

কুলাউড়ায় উপবন এক্সপ্রেস দুর্ঘটনা: পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন

এবার কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত, আহত ৫

কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনা: ভিড় এবং ফেসবুক লাইভের কারণে উদ্ধার কাজ ব্যাহত

কুলাউড়ার ট্রেন দুর্ঘটনা: সুযোগ সন্ধানীরা চুরি করে নিয়ে যাচ্ছে যাত্রীদের মালামাল

কুলাউড়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট

সড়কের পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগও বন্ধ

ট্রেন দুর্ঘটনা: কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে স্বজনদের আহাজারি

কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি

কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনা, ৩ শতাধিক ট্রেনযাত্রীর প্রাণ বাঁচালেন শাহান মিয়া

বিকেলের মধ্যে উদ্ধার কাজ শেষ করতে পারব বলে আশাবাদী: রেলসচিব

কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিনের শোক