হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিজান বিজয়ী হয়েছেন।
নির্বাচনে ১৩ হাজার ২০৮ ভোট পেয়ে তিনি বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর আওয়ামী লীগ সভাপতি স্বতন্ত্র (আ’লীগ বিদ্রোহী) প্রার্থী অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু নারকেল গাছ মার্কায় পেয়েছেন ৫ হাজার ৫৮৭ ভোট।
সোমবার (২৪ জুন) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে জেলা নির্বাচন অফিসে ফলাফল প্রকাশ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা খুরশেদ আলম।
এছাড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র (আ’লীগ বিদ্রোহী) প্রার্থী মো. মর্তুজ আলী (চামচ) পেয়েছেন ৩৯০ ভোট, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি স্বতন্ত্র (আ’লীগ বিদ্রোহী) প্রার্থী সৈয়দ কামরুল হাসান (জগ) পেয়েছেন ৮৮৫ ভোট ও হবিগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক, বিএনপি সমর্থিত প্রার্থী এম. ইসলাম তরফদার তনু (মোবাইল) পেয়েছেন ১ হাজার ৪৭ ভোট।
উলেক্ষ্য, গত জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছ বিএনপি থেকে নির্বাচনে অংশ নেয়ায় মেয়র পদ থেকে পদত্যাগ করলে পদটি শূন্য হয়।
আরও পড়ুন:
আর কত প্রাণ ঝরলে সিলেটের রেল ও সড়ক যোগাযোগ উন্নত হবে?
কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনা: নিহত ৪ জনের মধ্যে দু’জন সিলেট নার্সিং কলেজের ছাত্রী
বড়লেখা পৌরসভায় উপ-নির্বাচনে কবির আহমদ বিজয়ী
কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিন নারীর পরিচয় মিলেছেৱ
কুলাউড়ায় উপবন এক্সপ্রেস দুর্ঘটনা: পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন
এবার কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত, আহত ৫
কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনা: ভিড় এবং ফেসবুক লাইভের কারণে উদ্ধার কাজ ব্যাহত
কুলাউড়ার ট্রেন দুর্ঘটনা: সুযোগ সন্ধানীরা চুরি করে নিয়ে যাচ্ছে যাত্রীদের মালামাল
কুলাউড়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
সড়কের পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগও বন্ধ
ট্রেন দুর্ঘটনা: কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে স্বজনদের আহাজারি
কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি
কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনা, ৩ শতাধিক ট্রেনযাত্রীর প্রাণ বাঁচালেন শাহান মিয়া
বিকেলের মধ্যে উদ্ধার কাজ শেষ করতে পারব বলে আশাবাদী: রেলসচিব
কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিনের শোক